একজন ছাত্র কেন পরিক্ষায় ফেল করে!
লিখেছেন লিখেছেন সাদা ক্যানভাস ২৪ আগস্ট, ২০১৩, ০৭:০০:২৫ সন্ধ্যা
একজন ছাত্রের একাডেমিক বছরের নমুনাঃ
১. শুক্রবার-৫২টি। আপনি জানেন সাপ্তাহিক ছুটি হলো বিশ্রামের জন্যে আর একটি বছরে ৫২টি সাপ্তাহিক ছুটি থাকলে বছরে বাকী থাকে ৩১৩ দিন!
২. গ্রীষ্ম-শীতকালীন ছুটি ও বিভিন্ন উৎসবের জন্যে ছুটি ধরি ৫০ দিন। এইদিন গুলোতে তো আবহাওয়া স্বাভাবিক থাকেনা। আর আপনি জানেন যে, অস্বাভাবিক আবহাওয়া লেখাপড়ার জন্যে উপযোগী নয়। আবার ঈদ বা অন্যান্য ধর্মীয়-সামাজিক উৎসবের দিনে কেউ পড়ে নাকি? বাকী থাকে ২৬৩ দিন!
৩. প্রতিদিন গড়ে ৮ঘন্টা করে ঘুমাতে হয়। না হলে তো ব্রেইন লেখাপড়ার উপযোগীতা হারাতে বসবে। যদি প্রতিদিন ৮ ঘন্টা করে ঘুমানো হয় তাহলে বছরে লাগে ১৩০দিন। বাকী থাকে ১৪১ দিন!
৪. শরীর ভালো রাখার জন্যে প্রতিদিন ১ঘন্টা করে তো খেলাধুলা বা পাড়ার মধ্যে টাঙ্কি মারতে দিবেন! একাজে বছরে ব্যয় হবে ১৫দিন। বাকী থাকলো ১২৬দিন!
৫. বেঁচে থাকার জন্যে প্রতিদিন পুষ্টিকর খাদ্যগ্রহন ও ফ্রেন্ডের সাথে ফার্ষ্টফুড এবং এজাতীয় কিছু খেতে টাইম তো দিবেন, এতে কম করে হলেও ২ঘন্টা ব্যয় হবেই।তাতে বছরে ৩০দিন লাগে। বাকী থাকেলো ৯৬দিন!
৬. আমরা তো সামাজিক জীব। আমাদের সমাজের সকলের সাথে মেলামেশা করতে হয়; আত্মীয়-স্বজন, ফ্রেন্ডের সাথে দেখা-সাক্ষাত, আড্ডা, ফোনে কথা বলা, ফেসবুকিং ইত্যাদি করতেই হয়। তাতে গড়ে প্রতিদিন ১ঘন্টা করে ধরি তাহলে যায় ১৫দিন। বাকী থাকে ৮১ দিন!
৭. প্রতিবছর বিভিন্ন স্তরে ছাত্রদের পরিক্ষা দিতে হয়। আর পরিক্ষার দিনে বাড়তি চাপে তো আর লেখাপড়া হয় না। কম করে হলেও এমন দিনের সংখ্যা বছরে ৩৫দিন ধরলে বাকী থাকে ৪৬ দিন!
৮. দেশের বিভিন্ন গোলযোগ, হরতাল, দিবসপালন-প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিযোগিতার কারনে কমপক্ষে ৪০দিন তো ব্যয় করতেই হয়। বাকী থাকে ৬দিন!
৯. এতো টাইট সিডিউল মেইটেইন করতে যেয়ে যে কোন মানুষ তো অসুস্থ হয়ে যায়। অসুস্থতার জন্যে ৩দিন তো ব্যয় হতেই পারে। বাকী থাকে আর ৩দিন!
১০. সবার চোখ ফাঁকি দিয়ে হার্ডথ্রুব মুভি দেখতে যাওয়া কি অন্যায়? এটা যদি বছরে ২দিন করে তাহলে কি খুব খারাপ হবে? বাকী থাকে ১দিন!
১১. মানুষ তো জন্মেছে একদিন নাকি? এই বাকী একদিন তো তার জন্মদিন!! জন্মদিনে কেউ পড়ে নাকি???
বি.দ্রঃ এটা বাস্তব হলেও সত্য! কারো সাথে মিলে যাবে এটাই স্বাভাবিক, কিন্তু এর জন্যে আমি দায়ী নই কোন ভাবেই..
বিষয়: বিবিধ
১০৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন